Blocked : জোলাইবাড়িতে ফরেস্ট রেঞ্জারের ভূমিকায় ক্ষোভ বালি পরিবহণের গাড়ি চালকদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ ডিসেম্বর৷৷ জোলাইবাড়ীর কাকুলিয়া ব্রীজ সংলগ্ণ এলাকায় জাতীয়সড়ক অবরোধে বসে মালবাহী যান চালক ও শ্রমিকরা৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর বালু বোঝাই গাড়ীগুলি প্রতিনিয়ত কাকুলীয়া বনদপ্তরের রেঞ্জার শিবু দাসের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে এমনটাই অভিযোগ৷


বালু বোঝাই যানচালকরা জানান বিগত দিনে বালু বোঝাইকরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়তের জন্য বনদপ্তর থেকে ভাট্টাইল কাটলে ৩ থেকে ৪ ঘন্টা সময় দেওয়াহতো৷ বর্তমানেনাকি জেলার বনদপ্তর আধিকারিক সেই সময় সীমা কমিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা করেছেন৷ বালিগুলি যদি লোকালে কোনোগ্রাহককে দেওয়াহয় তাহলে ৩০ মিনিট সময় এবং বাইরে কোনোগ্রাহককে দিলে ১ ঘন্টা সময় দেওয়াহচ্ছে৷ এতেকরে বালি বোঝাই যান চালকরা ও শ্রমিকরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে৷ সকলের অভিযোগ বনদপ্তর থেকে ভাট্টাইল কেটে নদীরঘাটে গিয়ে গাড়ীতে বালি বোঝাই করতেই বনদপ্তরের দেওয়া সময়সীমা শেষ হয়েয ায়৷ পরবর্তী সময় বালি বোঝাই করে নিতে গেলেই রেঞ্জার শিবু দাস গাড়ী আটক করে রাখছে৷ অপরদিকে যান চালকদের অভিযোগ জোলাইবাড়ীতে একটি মাত্র বালি তোলার লাইসেন্স রয়েছে৷ যারমধ্যে উনারকাছে পর্যাপ্ত পরিমানে বালিনেই৷ অন্যত্র থেকে বালি বোঝাইকরতেগিয়েও সকলকে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে৷

বর্তমানে সারা রাজ্যজুরে ব্যাপক পরিমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়াহয়েছে৷ সঠিকভাবে বালি সরবরাহনাহলে ঘর নির্মানে সকলকে বিশেষ অসুবিধার সন্মুখিনহতবে৷ তাই সকলে চাইছে এইবিষয়ে রাজ্যসরকার যেনবিশেষ নজরদেন৷ অবরোধের পরবর্তীসময় বনদপ্তরের কর্মীথেকে শ্রমিকরা ও যান চালকরদের জানানোহয় আগামীকাল জেলার বনআধিকারিকের উপস্থিতিতে সমস্তবিষয়ে আলোচনাকরাহবে৷
এইকথাজানতেপের শ্রমিকরা ও যানচালকরা পথ অবরোধমুক্তকরে৷ উনারা সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে জানান এই সমস্যার সমাধাননাহলে উনারা আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ এখন দেখার বিষয় রাজ্যে উন্নয়নের ধারা বজায়রাখতে বনদপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে৷