নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ঢাকঢোল পিটিয়ে চুড়াইবাড়ি কদমতলা থেকে বাস চালু হয়েছিল ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় পর্যন্ত।যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে তাদের সুবিধার্থে এতদিন বেশ ভালই চলছিল। ইদানিং যে ছাত্র-ছাত্রীদের জন্য বাস চালু হয়েছিল তাদেরই সুবিধাকে নগন্য করে কন্টাকটার তার নেতা ভাইয়ের দোহাই দিয়ে দাদাগিরি করে চলেছে। তাদেরকে কলেজ চৌমুহনীতে না নামিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছে ।সেখানে থেকে কলেজে যেতে অতিরিক্ত ই রিক্সা করে ১০ টাকা করে প্রত্যেকে দিতে হচ্ছে।
এমনকি অনেক সময় তাদের নির্ধারিত ক্লাস মিস হচ্ছে। কন্টাকটারকে বললে কন্টাকটার উল্টা তাদেরকে হুমকি দিচ্ছে, যে কোন নেতাকে বল আমার কিছুই করতে পারবে না তোমরা। আমার যা ইচ্ছা তাই করে যাব। জানা গেছে কন্টাকটার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেবের নিকট আত্মীয়। এই সুযোগে কলেজ ছাত্র-ছাত্রীদের সাথে অভাবনীয় ব্যবহার করে চলেছে। কন্টাকটারের এই ধরনের নেতাগিরি কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা কোনমতেই মানতে নারাজ। তাদের বক্তব্য তাদের জন্য এই বাস চালু করেছে বর্তমান সরকার, কেন এ বাসের পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। দরকারে তা নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নিতে পারে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা।