BRAKING NEWS

Accident : পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। আসাম আগরতলা জাতীয় সড়কের খয়েরপুর বাজার এলাকায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। মৃত পুলিশকর্মীর নাম আশিস দেববর্মা। তিনি এ এস আই পদে কর্মরত ছিলেন। তিনি ছিলেন ওয়ারলেস অপারেটর। তার বাড়ি গাবর্দী। কর্মস্থল মান্দাই।সকাল সোয়া নয়টা নাগাদ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে খয়ের পুর বাঁশ বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রিপার গাড়ি তার বাইককে সজোরে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন পুলিশ কর্মী আসিস দেববর্মা। স্থানীয় লোকজনের সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। পথ দুর্ঘটনায় গুরুতর আহত আসিস দেববর্মাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মীর মহল এবং তার আত্মীয় পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে স্থানীয় জনগণ গাড়িটি আটক করেছেন।চালক পালিয়ে গেলেও জিরানিয়া থানার পুলিশ গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।গাড়ি চালকের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য খয়ের পুর বাশবাজার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রায় সময়ই যান দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা সন্তোষজনক নয় বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেছেন। খয়ের পুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *