আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধি-নিষেধ জারি করা হয়েছে। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশু নাগরিক প্রতিদিন ভারত ভূখণ্ডে আসতে পারবেন। নয়া এই নিয়ম কার্যকরের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে আইসিপি-র অভিবাসন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। একই ব্যবস্থা গ্রহণ করতে পশ্চিমবঙ্গের হরিদাসপুর আইসিপি-র অভিবাসন কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, আইসিপি হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিক ভারতে প্রতিদিন প্রবেশ করতে পারবেন।
সম্প্রতি, বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১৫ ডিসেম্বর জারিকৃত আদেশে বলা হয়েছে, মেডিক্যাল এবং ব্যবসায়ী ভিসায় বাংলাদেশি নাগরিকরা শুধুমাত্র আইসিপি আগরতলা এবং পশ্চিমবঙ্গের হরিদাসপুর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের বায়োমেট্রিক পদ্ধতির মধ্য দিয়ে প্রবেশের অনুমতি মিলবে।
নয়া আদেশ অনুসারে আইসিপি আগরতলা দিয়ে ৫০-১০০ জন এবং আইসিপি হরিদাসপুর দিয়ে ৩০০ থেকে ৪০০ জন বাংলাদেশি নাগরিকের বায়োমেট্রিক তালিকাভুক্তির পর ভারতে প্রবেশে অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে আইসিপি-তে সমস্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য অভিবাসন কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে। নয়া আদেশ কার্যকর করতে প্রযুক্তিগত সুবিধা এবং পর্যাপ্ত কর্মী নিশ্চিত করার জন্য আইসিপি আগরতলা ও হরিদাসপুরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পর্যাপ্ত কর্মীর ব্যবস্থায় অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।
সাথে সাফ বলা হয়েছে, একজন বাংলাদেশি নাগরিককেও বায়োমেট্রিক তালিকাভুক্তি ছাড়া ভারতে প্রবেশে ছাড়পত্র না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, প্রতিদিন প্রচুর বাংলাদেশি নাগরিক বিভিন্ন প্রয়োজনে ভারতে প্রবেশ করছেন। মেডিক্যাল এবং ব্যবসায়িক লেনদেনের জন্যই তাঁদের ভারতে আসতে হয়। নয়া নিয়ম লাগু হওয়ার ফলে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের পুঙ্খনাপুঙ্খ তথ্য খুব সহজেই উপলব্ধ হবে। তাতে দুই দেশ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

