নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। তিন দফা দাবির ভিত্তিতে ছামনু বনকুমারী এলাকায় চারঘন্টা রাস্তা অবরোধ। অবশেষে প্রতিশ্রতিতে অবরোধ মুক্ত করা হয়।ছামনুব্লকের অধীন প্রতন্ত্য এলাকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্হা,রাস্তাঘাটের বেহাল অবস্হার কারনে গাড়ি যাতায়াতের সাথে মনুষ্য চলাচলের অনুপযোগী। যার ফলে শুক্রবার সকাল থেকে ছামনু বনকুমারী এলাকায় চার পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করেন।এরপর খবর পেয়ে লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক,ব্লকের বিডিও,পুর্তদপ্তরের এস,ডি,ও’ঘটনাস্হলে ছুটে আসেন।একমাসের মধ্যে রাস্তার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।
যেসব দাবি দাওয়া নিয়ে অবরোধ করা হয় তা হল।ছামনু হইতে অরুনদা রোয়াজা পাড়ার বেহাল রাস্তা,২৩কিমি থালছড়া ভায়া হারিয়ামনি রাস্তা সংস্কার করা,প্রত্যন্ত্ এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করা ,প্রত্যন্ত্ এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করা ।এই পথ অবরোধে নেতূত্ব দেন,টি;ওয়াইএফ,এর পক্ষে সচিদানন্দ এিপুরা,উমাকান্তএিপুরা,কমলাচরন এিপুরা,ব্লক কমিটির পক্ষে তরুসেন,হলেন্দ্রএিপুরা,জেলা কমিটিরসদস্য রতনজয়এিপুরা,দেহেন্দ্র এিপুরা।একমাসের মধ্যে এ কাজ শেষ না করলে পুনরায় আন্দোলনে বলে এিপুরামথার পক্ষ থেকে জানান।পাশাপাশি ছামনু পুর্তদপ্তর এবং জনস্বাস্হ্য দপ্তরের অধীন কাজ কর্মে ব্যাপক দুর্নীতি চলছে কোন কাজকর্মের তদন্ত হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

