কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : কট্টর বিজেপি-বিরোধী অবস্থান আগেই নিয়েছিলেন। শুক্রবার প্রকাশ্যে পুরভোটে তৃণমূলের প্রচারে অংশ নিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
তৃণমূলের পুর প্রচারে এবার পরমব্রতর সঙ্গে ছিলেন রাজ, সোহম, জুন। খোলা গাড়িতে ঝেড়ো প্রচার করেন শহরে। প্রকাশ্য মিছিলে কেন এলেন, এই প্রশ্নের উত্তরে পরমব্রত বলেন, “এই মুহূর্তে যদি কেউ বিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা তৃণমূল। সারা দেশে যদি কেউবিজেপি-কে প্রতিরোধ করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা উনি দেখিয়ে দিয়েছেন। কোনও সন্দেস নেই। অরূপ বিশ্বাস আছেন আমার বাঁ দিকে।
তাঁকে দাদা বলি। আর এই ৯৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি সফটওয়ার ইঞ্জিনিয়ার। আমি মনে করি রাজনীতিতে নবীন প্রজন্মের আসা দরকার। আমি একসময় নেতাজীনগরে থাকতাম। অনেক দিন ছিলাম। এখানে কাজ করার একটা পরিসর আছে। সেখান থেকে সরাসরি রাজনীতির তাগিদে নয়, ব্যক্তিগত তাগিদে এখানে আসা। পরমব্রতর মন্তব্যের প্রতিক্রিয়ায় অরূপ বিশ্বাস বলেন, “ও তো কখনও রাজনীতির টানে ছোটেনি। কেন এসেছে? উন্নয়নের বার্তা থাকলে সবারই ছুটে আসা উচিত।“