নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): আগামী ১৮ ডিসেম্বর, শনিবার দেশের মধ্যে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৈরি হওয়ার পর এটিই হবে দেশের মধ্যে বৃহত্তম এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রসারিত, মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই ৬ লেনের এক্সপ্রেসওয়েকে ৮ লেনে উন্নীত করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৫৯৪ কিলোমিটার লম্বা গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার বিমানের জরুরি টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য ৩.৫ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি করা হবে।