নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বীজ থেকে বাজার পর্যন্ত কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে জাতীয় শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “মাটি পরীক্ষা থেকে শুরু করে নতুন নতুন বীজ, পিএম কিষাণ সম্মান নিধি থেকে খরচের দেড়গুণ এমএসপি পর্যন্ত, সেচের শক্তিশালী নেটওয়ার্ক থেকে কিষাণ রেল পর্যন্ত, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “চাষাবাদের কৌশলের ভুল থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, খড় পুড়িয়ে দিলে জমির উর্বরতা নষ্ট হয়। কিন্তু ফসলের খড় পোড়ানো এখন রীতি হয়ে দাঁড়িয়েছে।” প্রাকৃতিক কৃষির উপর জোর দিয়ে মোদী বলেছেন, “প্রাকৃতিক চাষ দেশের ৮০ শতাংশ ক্ষুদ্র কৃষকদের সবচেয়ে বেশি উপকৃত করবে। এই সমস্ত কৃষকদের ২ হেক্টরেরও কম জমি রয়েছে এবং রাসায়নিক সারের জন্য প্রচুর খরচ করেন… তবে প্রাকৃতিক সার ব্যবহার করলে তাদের উপকার হবে।” প্রধানমন্ত্রী জানান, “রসায়ন পরীক্ষাগার থেকে কৃষিকে বের করে নিয়ে প্রাকৃতিক গবেষণাগারের সঙ্গে যুক্ত করতে হবে আমাদের। যখন আমি একটি প্রাকৃতিক পরীক্ষাগারের কথা বলি, এটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক… বীজ থেকে মাটি পর্যন্ত, সব সমাধান প্রাকৃতিকভাবে আনা যায়।”