BRAKING NEWS

ওমিক্রনে প্রথম মৃত্যু ব্রিটেনে, বুস্টার টিকা চালু করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন, ১৩ ডিসেম্বর (হি.স) : করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।’’ একই সঙ্গে তিনি বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি। তবে ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। তাঁর বিদেশে যাওযার কোনও ইতিহাস ছিল কি না, তা-ও জানা যায়নি।


রবিবারই প্রধানমন্ত্রী বরিস জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ব্রিটেনে আছড়ে পড়তে চলেছে ওমিক্রনের একটি ভয়াবহ ঢেউ। এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। তার মধ্যেই এই মৃত্যুর খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অতীতে তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি কী ভাবে করোনার গ্রাফ বাড়ে। এই নিয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয় যে ওমিক্রনের একটি নতুন ঢেউ ধেয়ে আসছে।’ করোনার এই ভ্যারিয়্যান্টের ক্রমাগত বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বরিস বলেন, ‘বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে ওমিক্রন ডেল্টার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। টিকার প্রভাবও কমছে। ফলে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *