BRAKING NEWS

Procession : যাদবপুর এলাকায় বামেদের মিছিল

কলকাতা, ১২ ডিসেম্বর (হি. স.): একুশের বিধানসভা ভোটে ঐতিহাসিক ফল হয়েছিল বামেদের । বিধানসভার ভোটের ফল বেরোলে দেখা যায় একটিও আসন পায় না বামেরা । বিধানসভার ভোট থেকে শিক্ষা নিয়ে পুরসভার ভোটে কোমড় বেঁধে নেমেছে বামেরা । সিপিএম বিরোধীদলগুলোকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা । তাই এবার বামেদের পুরসভার ভোটের প্রার্থী তালিকায় লক্ষ্য করা গিয়েছে চমক । বেশিরভাগ রেড ভ্যালেন্টিয়ারকে করা হয়েছে প্রার্থী । আর আজ পুরসভা ভোটের প্রচারের শেষ রবিবার । ছুটির বেলায় ভোট প্রচারে যাদবপুর এলাকায় মিছিল বামেদের ।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । আর ২১ ডিসেম্বর পুরভোটের ফল । পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়েছে প্রার্থীরা । সেই তালিকা থেকে পিছিয়ে নেই বামেরাও । ভোট প্রচারের শেষ রবিবারে ৯৫, ৯৬ ও ৯৯ নম্বর ওয়ার্ডের তিন সিপিআইএম প্রার্থীর সমর্থনে মিছিল যাদবপুরে । ৯৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী অন্বেষা ভৌমিক, ৯৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দিপালী গোস্বামী সহ ৯৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিখা মুখোপাধ্যায়ের সমর্থনে এদিন যাদবপুর এইট বির বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিজয়গড়, পল্লীশ্রী, লায়েলকা হয়ে বাঘাযতীন মোড় পর্যন্ত মিছিল করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ বাম নেতা তথা কলকাতা পুরসভা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বাদশা মৈত্ররা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *