BRAKING NEWS

বিজেপি প্রার্থী সজল ঘোষকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স) : বিধানসভা ভোটের সময়ে প্রায় সমস্ত বিজেপি প্রার্থীকেই সিআইএসএফ নিরাপত্তাবলয় দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের পর সমস্ত বিধায়কের জন্য সেই বন্দোবস্ত জারি ছিল। তারপর অবশ্য আস্তে আস্তে অনেকের কাছ থেকেই নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

এবার কলকাতা পুরসভা ভোটে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষকেও সিআইএসএফ বলয় দিল কেন্দ্রীয় সরকার। পুরসভা ভোটে প্রার্থীকে এমন নিরাপত্তা নিঃসন্দেহে নজিরবিহীন। সজলের বাড়ির দুয়ারে এখন সারাক্ষণ বন্দুক হাতে জওয়ানরা পাহারায়। তিনি বেরোলেই তাঁকে ঘিরে থাকছে সিআইএসএফ।


যদিও সজল বলেছেন, এসব নিরাপত্তা আমার দরকার নেই। আমি সারাদিন মানুষের সঙ্গেই থাকি। তবে কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন রাজ্যের পুলিশ আমার উপর হামলা করতে পারে। তাই তাঁরা এই বন্দোবস্ত করেছেন।

সাম্প্রতিক সময়ে অনেকবার সজলের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে জোড়াবাগান থানার একটি মামলায় তাঁকে ধরতে যাওয়া নিয়ে যে কাণ্ড হয়েছিল, বিজেপি মনে করছে ফের এই হামলা হতে পারে প্রদীপ ঘোষের ছেলের উপর। তাই হয়তো আগাম সতর্কতা হিসেবেই এই বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *