Mamata & Jagdeep Dhankhar: মমতাকে ফের তোপ রাজ্যপালের, বললেন দেশের সুরক্ষার স্বার্থে কাজ করছে বিএসএফ

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পরিসর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার রাজ্যপাল বলেছেন, “দেশের সুরক্ষার স্বার্থে কাজ করছে বিএসএফ। এক্তিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিএসএফ ৫০ কিলোমিটার পরিসরে কাজ করবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন ১৫ কিলোমিটার পরিসরের কথা বলছেন এবং স্থানীয় পুলিশ ও বিএসএফের মধ্যে সমস্যা তৈরি করছেন?”

হাওড়া পৌর নিগম বিভাজন সম্পর্কে এদিন রাজ্যপাল বলেছেন, “হাওড়া পৌর নিগমকে বিভাজন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিলের বিষয়ে আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আমি ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিলের বিষয়ে জানতে চেয়েছি, এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি। এসব আমি পছন্দ করি না।”