নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। গত ২৬ নভেম্বরের মৃদু ভূমিকম্পে অমরপুরের মৈলাক গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দেবনাথ এর বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় পরিবারকে ঘর মেরামতির জন্য আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে। ভূমিকম্পে বিপর্যস্ত অমরপুরের মৈলাক গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দেবনাথের বসত ঘর। এই বিষয়ে স্বপন দেবনাথের স্ত্রী কলাবতী দেবনাথ জানান গত ২৬ নভেম্বরের ভূমিকম্পে উনার মাটির ঘরটির দুই দিকে ফাটল দেখা দিয়েছে।
বর্তমানে বেহাল এই ঘরটির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে আতঙ্কে রাত্রি যাপন করতে হচ্ছে। কলাবতী দেবনাথ আরও জানান , তাদের ৬ জনের পরিবার। উনার স্বামী দিন মজুরির কাজ করেন। একমাত্র স্বামীর রোজগারের উপর নির্ভর করে একদিকে যেমন ছেলে মেয়েদের উচ্চশিক্ষা পড়াশোনার খরচ বহন করতে হচ্ছে,অন্যদিকে পরিবারের ভরণ পোষণেরও খরচ বহন করতে হয়। এমতাবস্থায় অতিকষ্টে তাদের দিন যাপন করতে হচ্ছে। তিনি জানান,উনার ঘরের বেহাল অবস্থার কথা পাড়া-প্রতিবেশীদের জানিয়েছেন। কলাবতী আক্ষেপের সুরে বলেন এর আগেও বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হন। কিন্তু কোন বারই তার কপালে জুটেনি সাহায্য-সহযোগিতা। বর্তমান বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি আর্থিক সাহায্যের আর্জি জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনরা।