নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫। প্রত্যেকেরই ছিল মৃদু উপসর্গ। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, “২৪ নভেম্বর পর্যন্ত দু’টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছিল। এই মুহূর্তে ৫৯টি দেশে ওমিক্রনের সন্ধান মিলেছে। এই ৫৯টি দেশে মোট ২,৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ৭৮,০৫৪ জন সম্ভাব্য সংক্রমণ চিহ্নিত করা হয়েছে, তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”
ভারতে বর্তমানে করোনা-পরিস্থিতি কেমন তাও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি বলেছেন, গত সপ্তাহে দেশে সামগ্রিক পজিটিভিটি রেট ছিল ০.৭৩ শতাংশ। বিগত ১৪ দিনে দৈনিক সংক্ৰমণ ১০ হাজারের নীচে রয়েছে। মহারাষ্ট্র ও কেরল এই দু’টি রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা শীর্ষে, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ শতাংশের ঊর্ধ্বে এবং মহারাষ্ট্রে ১০ শতাংশের বেশি।