কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : ভোটের লড়াইয়ে প্রার্থী হিসেবে নতুন মুখ, কিন্তু তা বলে এলাকায় অপরিচিত মুখ নন মোটেই। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী পার্থ সরকারে পূর্বে বেহালা চৌরাস্তা, পশ্চিমে মহেশতলা। মাঝে সঞ্জীব পল্লি, শকুন্তলা পার্ক, শ্যামসুন্দরতলা, ঝাউতলা—প্রায় সব জায়গাতেই নিকাশির অব্যবস্থা। জল জমার সমস্যা এবং পানীয় জলের সংকট আজও প্রকট। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে এলাকার বাসিন্দাদের মুক্তি দেওয়াই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী পার্থ সরকারের কাছে।
তাঁর প্রথম লক্ষ্য, পুর নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বামেদের নিশ্চিহ্ন করা। দ্বিতীয় লক্ষ্য, পুরপ্রতিনিধি হিসেবে অগ্রাধিকারের ভিত্তিতে পানীয় জল এবং জলনিকাশি সমস্যার দ্রুত সমাধান। প্রচারের ফাঁকে কথা প্রসঙ্গে জানালেন পার্থ সরকার নিজেই। মিশুকে স্বভাবের পার্থ সরকারের বিশেষ পরিচিতি রয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের দাবি, আমফান বা অন্যান্য দুর্যোগে, কোভিড মহামারীতে যখন নির্বাচিত সিপিএম কাউন্সিলরের দেখা মেলেনি, তখন কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্থ সরকার। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অঙ্কের হিসেবে ইতিমধ্যেই সিপিএম তথা বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরনিবার্চনে জয় তাই শুধু সময়ের অপেক্ষা।