কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স) : তৃণমূলে যোগ দিতে চলেছেন হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা। গত মাসেই তাঁকে বহিষ্কার করেছিল দল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে হাওড়া শরৎ সদনে তৃণমূলের একটি কর্মসূচি রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, আজই সুরজিৎ যোগ দিতে পারেন তৃণমূলে। কিন্তু পরে জানা গিয়েছে, তিনি আজ যোগ দিচ্ছেন না।
সম্প্রতি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সুরজিৎ সাহা। তিনি শুভেন্দুর সততা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, উনি তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁকে নারদায় টাকা হাতে নিতে দেখা গিয়েছে। বিজেপির কোনও নেতাকে সেখানে টাকা নিতে দেখা যায়নি। ওঁকে প্রমাণ করতে হবে, উনি কত বড় সৎ। এই মন্তব্যের পরেই সুরজিৎ সাহাকে বহিষ্কার করে বিজেপি। ফের প্রকাশ্যে আসে গেরুয়া শিবিরের কোন্দল।
মাস দেড়েক আগে যখন পুরভোটের সাংগঠনিক কাজকর্ম বিজেপি শুরু করেছিল, তখন হাওড়া কর্পোরেশনের নির্বাচনী কমিটির মাথায় রাখা হয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তাঁকে সুরজিৎ সাহা মানতে চাননি। তা থেকেই বিতর্কের সূত্রপাত।