BRAKING NEWS

Cong Vs TMC : বিরোধী ঐক্যে ফাটল ধরাতে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করছে : বীরজিত সিনহা

আগরতলা, ৭ ডিসেম্বর (হি. স.) : কংগ্রেসকে ধ্বংস করার বদ উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ত্রিপুরার উন্নয়ন নয়, তৃণমূল বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চাইছে। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই তৃণমূল কংগ্রেসকে বিধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। তাঁর কটাক্ষ, বিজেপির সাথে তৃণমূলের সোনালী করমর্দন চলছে।


এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের কল্যাণ চায় না। তারা শুধুই কংগ্রেসকে দুর্বল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি সুর চড়িয়ে বলেন, সুধু রাজ্যে নয়, সারা দেশে কংগ্রেসকে দুর্বল করার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়েছে। এমনকি বিরোধী ঐক্যে ফাটল ধরানোর আপ্রাণ চেষ্টা করছে। তাঁর প্রমাণ মেঘালয়ে কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে সাংগঠনিক তত্পরতা শুরু করেছে।


তাঁর দাবি, কংগ্রেসকে শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তাঁর কথায়, বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উদ্যোগ নিয়েছেন এবং বৈঠক ডেকেছেন। অথচ, বিজেপি বিরোধী জোটের ঐক্যবদ্ধ হওয়ার বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেননি। প্রদেশ কংগ্রেস সভাপতি কটাক্ষের সুরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে দেশের জনগণ অবগত আছেন। বিজেপি বিরোধী জোট গঠনে মমতা ও তাঁর দলের ভূমিকা নিয়ে দেশবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে।


তিনি বিদ্রুপ করে বলেন, বিজেপির সাথে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনালী করমর্দন চলছে। বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র দেখে এমনটাই মনে হচ্ছে। তিনি বলেন, ত্রিপুরায় এসে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে। বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার সুযোগে বিজেপি সমস্ত আসনে জয়ী হয়েছে। তাই, তৃণমূল কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকুন, আহবান জানালেন বীরজিত সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *