কলকাতা, ৭ ডিসেম্বর (হি. স.) : দু’সপ্তাহও বাকী নেই কলকাতা পুরভোটের। এবার পুরভোট নিয়ে হওয়া কলকাতা হাইকোর্টে হওয়া মামলা খানিকটা জটিল আকার ধারন করল।রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, আগামী মে মাসের মধ্যে রাজ্যের সবকটি পুরসভায় ভোট করিয়ে নেওয়া যাবে। পাশাপাশি এও জানানো হয় ইভিএমের অভাবের কথা জানানো হয়েছিল আদালতকে। এনিয়ে আপত্তি তুলল বিজেপি।
দলের পক্ষে মামলাকারীর আইনজীবী পিঙ্কি আনন্দ সওয়াল করেন, কমিশনের কাছে যেসব ইভিএম রয়েছে সেইসব ইভিএম-এ ভিভিপ্যাট নেই। তাই ওইসব ইভিএম দিয়ে ভোট করানোয় আপত্তি রয়েছে বিজেপির। ভিভিপ্যাট যেখানে নেই সেখানে ভোট স্বচ্ছ ভাবে হয়েছে এটা কীভাবে ধরে নেওয়া যাবে? কারণ সুপ্রিম কোর্টের রূপরেখা রয়েছে ভিভিপ্য়াট বাধ্যতামূলক। তাই পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্য়াটকে কীভাবে আলাদা রাখা হচ্ছে!
বিজেপির তরফে আইনজীবী উদাহরণ দিয়ে বলেন, ইভিএম সংখ্যা কম থাকা সত্ত্বেও ২০১৫ সালে ৯১টি পুরসভার নির্বাচন করা সম্ভব হয়েছিল। সেবার রাজ্য নির্বাচম কমিশনের হাতে ইভিএম কম ছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে ইভিএম চেয়ে পাঠিয়েছিল। কেন্দ্র রাজ্যকে ৮ হাজার ইভিএম সরবারহ করে। তার পরে নির্বাচন হয়। তাই পরিকাঠামো নেই এমন কোনও যুক্তি মেনে নেওয়া যায় না। রাজ্য নির্বাচন কমিশন যদি ইভিএম চেয়ে নেয় তাহলে একসঙ্গে ভোট করানোর কোনও সমস্যা থাকবে না। ওই সওয়াল শুনে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, আর কোন কোন বিষয়ে বিজেপির সমস্যা রয়েছে তা আগামিকালের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। শুক্রবার ওইসব অভিযোগের উত্তর দেবে রাজ্য সরকার ও কমিশন।