BRAKING NEWS

পুরভোটে প্রার্থী পরিবারেই ব্রাত্য, বাড়িছাড়া কংগ্রেসের জয়দেব

কলকাতা, ৭ ডিসেম্বর (হি. স.) : ৮৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর দাপুটে নেতা দেবাশিস কুমারের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে ঘরের ছেলে ‘জয়দেব ভৌমিক’। রাগে, ক্ষোভে তাঁকে বাড়িছাড়া করলেন পরিবার-পরিজন।

সূত্রের খবর, বাড়ির লোকেরা সোজাসাপটা জানিয়ে দেন, ওয়ার্ড একাধিকবার পেয়েছে পুরসভার পরিচ্ছন্নতম ওয়ার্ডের তকমা। এত কাজ করেছেন কাউন্সিলার। তার পরেও যদি তুই ওঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিস, এই বাড়িতে ঠাঁই পাবি না। অগত্যা বাক্সপ্যাঁটরা নিয়ে ১৭/১ পণ্ডিতিয়া রোডের বাড়ি ছেড়ে ঝুরঝুরে পার্টি অফিসে এসে উঠেছেন কংগ্রেস প্রার্থী জয়দেব ভৌমিক। ৮৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বলছেন, “থাক বাড়ি ঘরদোর। ভোটে আমি লড়বই।” রাসবিহারী অ্যাভিনিউয়ে ঝাঁ চকচকে এক বস্ত্র বিপণির গা ঘেঁষা গলি দিয়ে ঢুকেই সেই মান্ধাতার আমলের হাত চিহ্নের কার্যালয়। মরচে ধরা লোহার ঘোরানো সিঁড়ি। টিমটিম করছে হলদে আলো। এক চিলতে ঘরে কোনওরকমে দিন কাটাচ্ছেন জয়দেব। পরিস্থিতি এতটাই খারাপ, ১১ বছরের ছেলেকে নিয়ে স্ত্রীও চলে গিয়েছে শ্বশুরবাড়ি। জয়দেববাবুর কথায়, “পরিবারের কথা আমি শুনব না। কংগ্রেস দলটাকে আমি ভালবাসি।” জয়দেববাবুর পরিবার সূত্রের খবর, তাঁর মা-বাবা নেই। ছোট থেকে মামাবাড়িতে মানুষ। অবিবাহিত মাসিরাই ছোট থেকে তাঁকে মানুষ করেছেন। জয়দেবের কথায়, “মাসিরা আমায় বলেছিলেন, ভোটে দাঁড়াস না বাবা। কিন্তু আমি একটা গানে বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *