নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। নিকোজিশান বানিজ্যকে কেন্দ্র করে স্বদলীয় কর্মীর হাতে আক্রান্ত শাসক বিজেপি দলের বিলোনিয়া মহকুমাধীন দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েত প্রধানের স্বামী । আহতের নাম সঞ্জিত চৌধুরী। বাম আমলের অপসংস্কৃতির রাম আমলেও অব্যাহত রয়েছে। বিভিন্ন ঠিকেদারি কাজ নিয়ে নিকোজিশান বাণিজ্য বহাল তবিয়তে চলেছে। তাতে শাসক দলের অন্দরে নানা অঘটন ঘটে চলেছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েত প্রধানের স্বামীনিকোজিশান বাণিজ্যকে কেন্দ্র করে আক্রমণের শিকার হয়েছেন।
ঘটনার পর গ্রাম প্রধান বিলোনিয়া থানার দ্বারস্থ হয়েছেন । বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত প্রধানের স্বামী । বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রধানের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। ঘটনা রবিবার বিকেলে বিলোনিয়া মনুরমুখ তবলা চোমুহনি এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম সনজিৎ চৌধুরী। বাড়ি মনুরমুখ তবলা চোমুহনি এলাকায় । আক্রান্ত সঞ্জিৎ চৌধুরী দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান লক্ষী চৌধুরীর স্বামী। ঘটনায় জানা যায় সঞ্জিৎ চৌধুরী লেবারদের মজুরি দেওয়ার জন্যে নিজ বাড়ি থেকে বের হয়ে তবলা চৌমুহনীতে আসার পর শাসক বিজেপি দলের তিন কার্যকর্তা নাকি হঠাৎ মারুতি গাড়ি থেকে নেমে এসেই আক্রমন শুরু করে।এমনই অভিযোগ আক্রান্ত প্রধানের স্বামী ও প্রধানের । রাজন দেবনাথ, দুর্যোধন দে ও সুমন দত্ত এই তিন জন বিজেপির কার্যকর্তা মিলে আক্রমন শুরু করে কিল ঘুষি মারতে থাকে বলে অভিযোগ । এমনকি পকেটে থাকা এক লাখ টাকাও ছিনতাই করে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রধান লক্ষী চৌধুরী । এরপর এলাকার লোকজনের সহযোগিতায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । প্রধান লক্ষ্মী চৌধুরী আক্রমণকারীদের বিরুদ্ধে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে