নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। আগামী 15 এবং 16 ডিসেম্বর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক টার্ন ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে। আগামী সোম ও মঙ্গলবার পর্ষদ থেকে বিলি করা হবে এডমিট কার্ড। করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি টার্মে অনুষ্ঠিত হচ্ছে। ফার্স্ট টার্ম এর পরীক্ষা শুরু হচ্ছে 15 এবং 16 ডিসেম্বর থেকে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রদান করা হবে সোমবার এবং মঙ্গল বার।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
পর্ষদ সভাপতি বলেন এখনো করোনা পরিস্থিতি বজায় রয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই উচ্চমাধমিক এবং মাধ্যমিকের পরীক্ষা দুটি টার্মে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা বলেন ফাস্ট টার্মের পরীক্ষার ক্ষেত্রে রিভিউর কোনো সুযোগ থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো দ্বিতীয় টার্মের পরীক্ষার ক্ষেত্রে রিভিউর সুযোগ মিলতে পারে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।