মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স) : টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিতালি রাজ-র আত্মজীবনী নিয়ে বায়োপিক ‘সাবাশ মিঠু’র পোস্টার পোস্ট করে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভারতের মহিলা ক্রিকেটের আইকনকে নিয়ে তৈরি এই ছবি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। মিতালির চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। পর্দায় মিতালির চরিত্র ফুটিয়ে তোলার জন্য কসরত করছেন তাপসী। রীতিমত ক্রিকেটের ট্রেনিং নিচ্ছেন তিনি।
মিতালির পাশাপাশি রূপোলি পর্দায় দেখা যাবে ঝুলন গোস্বামীর চরিত্রও। বাংলার বোলারের ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বিজয় রাজ। সাধারণত শান্ত স্বভাবের মিতালি। দেখে মনে হবে ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। কিন্তু বাইশ গজে নামলে সম্পূর্ণ ভিন্ন। আলাদা একটা জেদ চেপে ধরে। ব্যাট হাতে ঝড় তোলেন। বর্তমানে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক তিনি। পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পেয়েছেন। মিতালির চরিত্রে অভিনয় করতে যে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মেনে নিলেন তাপসী।
আজ মিতালির ৩৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানান তাপসী পান্নু এবং সৃজিত মুখার্জি। বিশেষ দিনের সকালে এই উপহার পেয়ে অভিভূত বার্থ ডে গার্ল। টুইটারে মিতালি লেখেন, ‘আজকের দিনে এই পুরস্কার পেয়ে দারুণ লাগছে। বলে বোঝাতে পারব না আমি কতটা উত্তেজিত।’ সবাইকে সিনেমা হলে গিয়ে তাঁর বায়োপিক দেখার অনুরোধ জানাচ্ছেন মিতালি।