মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব। তাই আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী ও একত্রিত হতে হবে। মুম্বইয়ে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে মমতা বলেছেন, বিদেশে পড়ে থাকলে লড়াই কীভাবে হবে, সর্বদা সময় দিতে হবে। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে বুধবার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিলেন জাভেদ আখতার, বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর, পবন বর্মা প্রমুখ।
মমতা এদিন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির বিরুদ্ধে ঠিক মতো লড়ছে না কংগ্রেস। সর্বস্তরীয় স্তরে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে কংগ্রেস।…বিদেশে পড়ে থাকলে লড়াই কীভাবে হবে, সর্বদা সময় দিতে হবে।” মমতা আরও বলেছেন, “আমি চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হোক। আঞ্চলিক দলই তৈরি করে জাতীয় দল। সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব।” পশ্চিমবঙ্গে কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেছেন, “আমি কাজে বিশ্বাস করি। বাংলার মেয়েদের পাশে দাঁড়িয়েছি। বাংলায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে।”