BRAKING NEWS

হুড়মুড়িয়ে পতন শেয়ার সূচকে

মুম্বই, ২৬ নভেম্বর (হি. স.) : করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই এদিন সকালে ফের পতন হল শেয়ার সূচকের। শুক্রবার সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচকে প্রায় ১২০০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে, নিফটির সূচকও ১৭ হাজার পয়েন্টে নেমে এসেছে। সকাল সাড়ে ১০টা নাগাদ সেনসেক্স সূচক ছিল ৫৭ হাজার ৫৫৪ অঙ্ক এবং নিফটি সূচক ছিল ১৭ হাজার ১৬৬ অঙ্ক

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার পরই আতঙ্ক তৈরি হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট রুখতে করোনা টিকাও কার্যকরী হবে না, এই আশঙ্কায় নতুন করে বিনিয়োগ করতে রাজি নন বিনিয়োগকারীরা। এদিনের শেয়ার বাজারে পতনে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইনফোসিস ও স্টেট ব্য়ঙ্ক অব ইন্ডিয়ার শেয়ার দরে পতন হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে এশিয়ান স্টক মার্কেটেও ব্যপক পতন হয়েছে। বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের বদলে ডলার, ইয়েন বাঁচাতেই উদ্যোগী হয়েছেন। জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে সূচক ১.৩ শতাংশ পতন হয়েছে। হংকংয়ে ক্যাসিনো, পানীয়ের শেয়ার দরে যেমন পতন হয়েছে, সিডনিতেও ভ্রমণের স্টকে পতন হয়েছে। জাপানের নিক্কেই ২.৫ শতাংশ পতন হয়েছে এবং আমেরিকার ক্রুড ওয়েলের বাজারে প্রায় ২ শতাংশ পতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *