BRAKING NEWS

ত্রিপুরায় পুর নির্বাচন : উত্সবের মেজাজে চলছে ভোট গ্রহণ পর্ব, ভোট পড়ল ১৮.৪৯ শতাংশ

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.) : উত্সবের মেজাজে ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচন শুরু হয়েছে৷ সকাল থেকেই দীর্ঘ লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷ সকাল ৯টা পর্যন্ত ১৮.৪৯ শতাংশ ভোট পড়েছে৷ পুর ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ ভোটার এবং ভোট কর্মী ব্যতীত অন্য কাউকেই পুলিশ ভোট কেন্দ্রের ২০০ মিটারের ভেতরে থাকতে দিচ্ছেন না৷ সকালে তুলসিবতী বালিকা বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের বাইরে কয়েকজন উত্সাহী বাইক আরোহী দাঁড়িয়েছিলেন৷ পুলিশ তাঁদের লাঠিপেটা করে তাড়িয়েছে৷
প্রসঙ্গত, আগরতলা পুর নিগম সহ মোট ১৩টি পুর ও নগর সংস্থায় আজ ভোট হচ্ছে৷ সকাল ৭টা থেকেই ভোটদান পর্ব শুরু হয়েছে৷ আগামী ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে৷ নির্বাচনের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে৷ মোট ৬৪৪টি ভোট কেন্দ্র রয়েছে৷ তাতে ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারিত হবে৷ সকালে ভোট গ্রহণ শুরু হতেই পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে গিয়েছিল৷ প্রায় ২৫ মিনিট পর ভোট যন্ত্রটি সারাই হয় এবং তারপরই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন৷
এদিকে, নির্বাচনী প্রক্রিয়ায় কোভিড বিধি কঠোর ভাবে পালন করা হচ্ছে৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদব জানিয়েছেন, নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হয়েছে৷ সকালে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব ভোটাধিকার প্রয়োগ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *