BRAKING NEWS

মোদীর মুখই বাংলায় শিল্প আনবে : দিলীপ ঘোষ

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের বার্ষিক শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ”মোদীর মুখই বাংলায় শিল্প আনবে।” আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌর নিগমের ভোট। এরই মাঝে দিল্লি সফরে যাচ্ছেন দিলীপ ঘোষ। দিল্লি সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বৃহস্পতিবার দিলীপ বলেন, ”মোদীর মুখই বাংলায় শিল্প আনবে।”


দিলীপ ঘোষ আরও বলেন, ”বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদৌ প্রধানমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন কি-না! আসবেন বলেছেন কি-না তা প্রমাণ সাপেক্ষ বিষয়। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে এই তথ্য দিয়েছেন। ভিতরে কি কথা হয়েছে আমরা জানি না। উনি যা বলেন তা সত্যি বলেন কি-না সন্দেহ। প্রধানমন্ত্রী এখনও কিছু বলেননি। তাও বলব যদি উনি আসেন তাহলে রাজ্যের পক্ষে ভালো। মমতার এটাই ১০ বছর আগে করা উচিত ছিল। মোদীজির ইমেজে গুজরাত আজ কী হয়ে গি্যেছে। মোদী মানেই শিল্প আর উন্নয়ন। তাই মোদীকে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৎপর হয়েছেন। যদি এটা হয়, তাহলে বাংলার ছেলেরা চাকরি পাবে। বাংলার অর্থনীতি চাঙ্গা হবে। তবে আমি জানি না এটা কতটা ঠিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *