BRAKING NEWS

দিল্লির বাতাস দূষিতই, ধোঁয়াশার আস্তরণে ঢাকল প্রতিবেশী রাজ্যও

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষণ-মুক্ত হতে পারল না। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও দিল্লির বাতাসে ছিল দূষিত ধূলিকণা। এদিন সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬২, যা ভীষণ খারাপ। এরপর সকাল আটটা নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৪। আবহবিদরা জানিয়েছেন, রবিবারের আগে দিল্লির বাতাসে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা অনুভব করছেন দিল্লিবাসী। ইন্ডিয়া গেট থেকে লোধি গার্ডেন, রাজঘাট থেকে কুতুব মিনার দিল্লির সর্বত্রই এদিন ধোঁয়াশার আস্তরণ ছিল। শুধুমাত্র দিল্লি নয়, এদিন সকাল আটটা নাগাদ সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬৪, ফরিদাবাদে ৩৫৪, গ্রেটার নয়ডায় ৩২৪, গুরুগ্রামে ৩২৫ এবং নয়ডায় ৩৩৩। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *