BRAKING NEWS

Passengers escaped from the accident : অল্পেতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়ি চালক এবং এক যাএী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। অল্পেতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়ি চালক এবং এক যাএী। ঘটনা মন্দির নগরী উদয়পুরের মেচ ফ্যাক্টরি এলাকায়। রাজ্যে দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।ফের যান দুর্ঘটনা ঘটেছে উদয়পুর এর মেচ চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে বয়াক দেববর্মা তার নিজ TR03C 0691 নম্বরের মারুতি ভ্যান গাড়ি নিয়ে আগরতলা থেকে বীরচন্দ্র মনু যাওয়ার পথে উদয়পুর মেচ ফ্যাক্টরি আসা মাত্র পেছন দিক থেকে টিআর০৪এ১৫৪৬ নম্বরের একটি মাল বোঝাই ট্রাক গাড়ি সজোরে এসে ধাক্কা দেয় ‌।

এতে অল্পবিস্তর আহত হয় গাড়ি চালকসহ এক জন যাত্রী। মাল বোঝাই ট্রাক গাড়ি মারুতি ভ্যান গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।পরবর্তীতে উদয়পুর রাধা কিশোর পুর থানায় খবর দিলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান গাড়িটিকে থানায় নিয়ে যায়। এদিকে রাধা কিশোর পুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘাতক মাল বোঝাই ট্রাক গাড়ির খোঁজ চালাছে। এদিকে একটি সূত্রে জানা যায় ঘাতক চাল বোঝাই ট্রাক গাড়িটি উদয়পুর চন্দ্রপুরস্থিত আইএসপি গোডাউনের গাড়ি। পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন দুর্ঘটনা এড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে পারছে না বলে অভিযোগ। সে কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। আবার অনেকে আহত হয়ে পঙ্গুত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *