নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): বিগত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। গোটা দেশে ইউপিএ ব্যবহারের ভূয়সী প্রশংসা করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআই-এর দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগ- আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “অতি অল্প সময়ে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। মাত্র ৭ বছরেই ভারতে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। বর্তমানে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম ২৪ ঘন্টা, ৭ দিন এবং ১২ মাসই চলছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৬-৭ বছর আগে ব্যাঙ্কিং, পেনশন, বিমা সমস্ত কিছুই ভারতের এক্সক্লুসিভ ক্লাবের মতো ছিল। দেশের সাধারণ মানুষ, দরিদ্র পরিবার সকলের আয়ত্তের বাইরে ছিল।” ব্যাঙ্কিং সেক্টরকে মজবুত করার ক্ষেত্রে সমবায় ব্যাঙ্কেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বিগত ৭ বছরে দেশের অর্থব্যবস্থা ও পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭ বছরে, এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) স্বচ্ছতার সঙ্গে স্বীকৃত হয়েছে। আর্থিক ব্যবস্থা এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে একাধিক সংস্কার করা হয়েছে।”
2021-11-12