বঙাইগাঁওয়ের মূলাগাঁও বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি দোকান

বঙাইগাঁও (অসম), ৩ নভেম্বর (হি.স.) : বঙাইগাঁওয়ের মূলাগাঁও বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে তিনটি দোকান।আজ বুধবার ভোরে মূলাগাঁও বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই দোকান থেকে আগুনের লেলিহান শিখা ক্ষিপ্রগতিতে লাগোয়া দোকানকে গ্রাস করে। বাজারের দোকানপাটের অধিকাংশ মালিক বা কর্মচারী তখন যার যার বাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক ও কর্মচারীরা। খবর যায় অগ্নিনির্বাপক কেন্দ্রেও। খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন দমকল কর্মীরা। তাঁদের আপ্রাণ কসরতে গোটা বাজার আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে। তবে তিনটি দোকানকে তাঁরা রক্ষা করতে পারেননি।প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের ধারণা, বৈদ্যুতিক গোলযোগের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে প্ৰায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে৷