BRAKING NEWS

ফের মাঠে ফিরতে চলেছেন যুবরাজ

কলকাতা, ২ নভেম্বর (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার মধ্যেই বড় চমক দিলেন যুবি। ভক্তদের দাবি মেনে আবার মাঠে ফেরার ইঙ্গিত দিলেন যুবরাজ। আগামী ফেব্রুয়ারিতে মাঠে ফেরার কথা ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় দলের বলয়ের মধ্যে ঢোকার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন যুবরাজ। সেখানে দেখা যাচ্ছে তাঁর পুরনো ব্যাটিং ধমাকা। সেটি ২০১৭ সালে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ইনিংসের অংশ। ওই ম্যাচে তিনি ১২৭ বলে ১৫০ রান করেন। মোট ২১টি চার ও তিনটি ছয় মারেন। ক্যান্সার থেকে সেরে আসার পর সেটিই ছিল যুবির প্রথম মাঠে ফেরা। পোস্টটি শেয়ার করে ৩৯ বছরের যুবি লিখেছেন, ‘ভগবান আপনার গন্তব্য ঠিক করেন। ভক্তদের দাবিতে আমি ফেব্রুয়ারি মাসে আবার মাঠে ফিরব। আপনাদের ভালোবাসা এবং ভালো প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ। এটি আমার জন্য একটি বড় বিষয়। সর্বদা। সমর্থন করতে থাকুন এবং এটাই একজন প্রকৃত ভক্তের লক্ষণ।’

নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে গিয়ে একই পোস্টে ভারতীয় দলের জন্য সহানুভূতি এবং সমর্থনের কথা বলায় অনেকেই অনুমান করছেন, যুবরাজ কোনও না কোনও ভাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। কেউ বলছেন, ব্যাটিং কোচ হতে পারেন তিনি, কারও অনুমান তিনি মেন্টর হবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক সেই খেলার সময় থেকেই অত্যন্ত ভাল। ফলে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।যুবরাজ সিং ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর তাকে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগ এবং রোড সেফটি সিরিজে খেলতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *