BRAKING NEWS

ইন্দিরা গান্ধীর আমল থেকেই দাম বাড়ছে পেট্রোপণ্যের : দিলীপ ঘোষ

কলকাতা, ২ নভেম্বর (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়াচ্ছে বিরোধীরা। এমতাবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ”ইন্দিরা গান্ধীর আমল থেকেই দাম বাড়ছে পেট্রোপণ্যের।” দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। দাম বাড়ছে গ্যাসের সিলিন্ডারেরও। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যে জিএসটি আনতে চাইছেন।পেট্রোলের দাম হটাৎ বাড়েনি। মনমোহন সিং, ইন্দিরা গান্ধীর আমল থেকে বেড়েছে।”
বিজেপি-ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন রাজীব বন্দোপাধ্যায়। সেই প্রসঙ্গে রাজীবকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ”রাজনীতির স্তর পতন হচ্ছে। সাধারণ মানুষের চোখে এটাই চিন্তার বিষয়। বিজেপির লোকেরা ঠিক আছেন। যারা সুযোগ সন্ধানী তাঁদের পক্ষে অসুবিধা হয়। তারা কি করবে বুঝতে পারছিলেন না। কামাই নাই অন্য কিছু নাই। সবাইকে পদ দেওয়া হয়েছে। সম্মান দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে। বিজেপির অন্দরে কোনও সমস্যা নেই ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *