মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল গাড়ি, প্রাক্তন মিস কেরল-সহ মৃত দুই

কোচি, ১ নভেম্বর (হি.স.): মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে কেরলের কোচির কাছে উল্টে গেল একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে ছিলেন প্রাক্তন মিস কেরল ও ওই প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারী। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোচির কাছে ভয়টিল্লায়। মৃতদের নাম-তিরুবনন্তপুরমের বাসিন্দা আন্সি কবীর (২৪) এবং ত্রিশূরের বাসিন্দা অঞ্জনা শাজান (২৫)। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছেন, রবিবার গভীর রাত একটা নাগাদ ভয়টিল্লায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি। ওই গাড়িতে চারজন ছিলেন, মৃত্যু হয়েছে দুই যুবতীর। তাঁদের মধ্যেই একজন প্রাক্তন মিস কেরল। গুরুতর আহত হয়েছেন একজন এবং একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি মোটরবাইকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।