Body was recovered : আগরতলা শহরের গনরাজ চৌমুহনী এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরের গনরাজ চৌমুহনী এলাকা থেকে সোমবার সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুর ভোটের প্রাক্কালে রাজধানী আগরতলা শহর এলাকার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে

রাজধানী আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে বলে দাবি করা হলেও নানা অবাঞ্ছিত ঘটনা ও সন্ত্রাসের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের অস্তিত্ব নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন তোলা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি।