BRAKING NEWS

Deputy Chief Minister inaugurated the solar pump : বর্করবাড়ি এডিসি ভিলেজে সোলার পাম্পের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট : রাজ্যের কৃষির বিকাশকে অগ্রাধিকার দিয়েছে সরকার৷ এই লক্ষ্যে সেচ সেবিত এলাকা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ আজ চড়িলাম ব্লকের বর্করবাড়ি এডিসি ভিলেজে পিএম-কুসুুম প্রকল্পে সোলার পাম্পের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ এ উপলক্ষ্যে বর্করবাড়ি এডিসি ভিলেজে আজ ভিডিও কনফারেন্সে ভারত সরকারের নতুন ও পুনঃনবীকরণ শক্তি মন্ত্রকের কৃষকদের সচেতন করে তুলতে এক মতবিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যেখানে কৃষি জমিতে সেচ ব্যবস্থার সম্পসারণে বিদ্যৎ ব্যবহার সম্ভব নয় সেখানকার কৃষকগণ এই প্রকল্পে খুবই উপকত হবেন৷ শুধু তাই নয় প্রাকতিক বিপর্যয়ের ফলে বিদ্যৎতের সমস্যা হলেও এই প্রকল্পটি সহায়ক ভূমিকা নিতে সক্ষম হবে৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে জনজাতি এলাকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন যেমন সম্ভব হবে তেমনি কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে৷ রাজ্যে ইতিমধ্যেই রইস্যাবাড়ি, গঙ্গানগর, গণ্ডাছড়া, দশদার মত প্রত্যন্ত এলাকায় সোলার পাম্প প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়ণে রাজ্য সরকার ৪৮ শতাংশ আর্থিক সহায়তা করছে৷

তিনি এই প্রকল্পের সার্বিক সফলতার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, আমাদের লক্ষ্যই হল সবকা সাথ সবকা বিকাশ৷ সমতল এবং দূরবর্তী উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, নাবার্ডের জেনারেল ম্যানেজার এম আর ভূপাল৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পুনঃনবীকরণ শক্তি উন্নয়ন এজেন্সির ডিজিএম মহানন্দ দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *