BRAKING NEWS

ফের বাইরে অশ্বিন, টানা ব্যর্থ পূজারাকে রেখেই দল গড়ল ভারত

লন্ডন, ২৫ আগস্ট (হি.স.) : অনেক জল্পনা চললেও শেষ অবধি রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে নেওয়া হল না। লর্ডসে যে দল নিয়ে অসাধারণ জয় এসেছে, সেই একই দল নিয়ে লিডসে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামল ভারত। ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ-এই চার পেসারের সঙ্গে জাদেজাকেই স্পিনার অলরাউন্ডার হিসেবে রাখা হল।

বুধবার লিডসে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে শূন্য রানে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে যান লোকেশ রাহুল। লিডসে হেডিংলে টেস্টে লর্ডসের একাদশই অপরিবর্তিত রাখল ভারত। ভারত অধিনায়ক কোহলি জানিয়ে দিলেন, একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাত্‍, রবিচন্দ্রন অশ্বিন এবং সূর্যকুমার যাদবদের হতাশ হতে হচ্ছে। বেজে গেল ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের দামামা। টসের পর তিনি জানিয়েছেন, দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না। সেকারণে এই টেস্ট ম্যাচেও রবিচন্দ্র অশ্বিনের কোনও জায়গা হয়নি।

বিরাট কোহলি বললেন, ‘উইকেটটা দেখে মনে হচ্ছে অত্যন্ত শক্ত। সেকারণে খুব দ্রুতই স্কোরবোর্ডে রান উঠবে।’ এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারি মাসে চেন্নাই টেস্টের পর এই প্রথমবার টসে জিতলেন বিরাট কোহলি।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *