BRAKING NEWS

Taliban in three districts in northern Afghanistan : উত্তর আফগানিস্তানের তিন জেলায় তালিবানকে তাড়িয়ে দিল বিরোধী জোট

কাবুল, ২২ আগস্ট (হি.স.) : কাবুলের মসনদে বসেছে তালিবান। রাষ্ট্রপতি পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু যাঁরা পালাননি, তাঁরাই একটু একটু করে এগিয়ে চলেছেন ক্ষমতার পুনরুদ্ধার ও তালিবান তাড়ানোয়। আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকায় ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে তালিবান বিরোধী জোট। আফগানিস্তান সরকারের প্রাক্তন সদস্যরাই জড়ো হয়েছেন সেখানে। পাঞ্জশির উপত্যকার ধারেকাছে এখনও ঘেঁষতে পারেনি তালিবান। বিরোধী জোট দাবি করেছে, উত্তর আফগানিস্তানের মোট তিনটি জেলা তালিবানের দখলমুক্ত করেছেন তাঁরা। ডেহ সালেহ, বানো এবং পুল-হেসার এই তিনটি জেলা আপাতত তালিবান বিরোধী জোটের দখলে।

মাত্র তিন মাসের চেষ্টায় তালিবান কাবুল দখল করে নিয়েছে। কিন্তু উত্তরের এই দুর্গম পাঞ্জশির প্রদেশে এখনও তাদের আধিপত্য কায়েম হয়নি। সেখানেই জোট বেঁধে তালিবান তাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন একদল বিরোধী। এঁদের মধ্যে অন্যতম আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি সালেহ। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে আফগান মুলুকের নতুন রাষ্ট্রপতি ঘোষণাও করেছেন। এদিকে কাবুলে তালিবান পা রাখলেও এখনও তাদের সরকার গঠন হয়নি। এভাবে ক্রমশ আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠছে। শোনা যাচ্ছে, উত্তরের এই তিন জেলা দখলমুক্ত করতে রক্ত ঝরাতে হয়েছে বিরোধী জোটকেও। সংঘর্ষে অনেকেই মারা গিয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে তালিবানের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *