BRAKING NEWS

উড়ানপথ বন্ধ করে দিল কাবুল, ভারতীয় নাগরিকদের ফেরানো নিয়ে চিন্তায় দিল্লি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): সোমবার দুপুরে তালিবান আভ্যুত্থন হওয়া আফগানিস্তানে যাওয়ার কথা ছিল ভারতীয় বিমানের । তবে কাবুলের উড়ানপথ বন্ধ করে দেওয়ায় ব্যাহত হল আফগানিস্তানে আটকে থাকা নাগরিদের ফিরিয়ে আনার কাজ। এয়ার ইন্ডিয়ার এক সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল হল ।

তালিবান কাবুলের দখল নিতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। সেখানকার জনতা তো বটেই, আফগানিস্তানে বসবাসকারী নাগরিকদের ফেরাচ্ছে ভারত, আমেরিকা, ফ্রান্স-সহ একাধিক দেশ। কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে। কাবুলের উড়ানপথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও। কাবুল থেকে নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে সোমবার সকালেই এয়ার ইন্ডিয়াকে দু’টি বিমান প্রস্তুত রাখার নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশ পেয়েই তৎপর হয়ে পদক্ষেপ করা শুরু করে দিয়েছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা, তেমনই খবর মিলেছিল। তবে আপাতত সেটা বাতিল করা হচ্ছে। যার জেরে ব্যাহত হল আফগানিস্তানে আটকে থাকা নাগরিদের ফিরিয়ে আনার কাজ। ফলে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কাবুলের উড়ান বন্ধ হওয়ায় আমেরিকা থেকে দিল্লিগামী বিমানেরও উড়ান পথ পরিবর্তন করতে হবে এয়ার ইন্ডিয়াকে, জানাচ্ছেন বিমান সংস্থার ওই সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *