BRAKING NEWS

Chief Minister has taken several plans : রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷ রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার৷ আগামী ৫ বছরের মধ্যে রাবার নির্ভর ৬০০ কোটি টাকার অর্থনীতিসহ মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে বড়মাত্রায় রোজগার তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ আজ জম্পুইজলা মহকুমার পাথালিয়াঘাট তারাপদ পাড়াতে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ রাবার গাছের চারা রোপন করেন৷


মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের প্রধান শর্ত হলো শান্তি৷ একটা সময়ে রাজ্যে সন্ত্রাসবাদি কার্যকলাপে উন্নয়ন ব্যাহত হয়৷ যাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন জনজাতির অংশের নাগরিকরা৷ এই প্রকল্পের সহায়তায় ধাপে ধাপে রাবার বাগান তৈরীতে নানা ভাবে সহায়তা করা হবে৷ ইতিমধ্যেই প্রায় ২০০টি স্মোক হাউস স্থাপনের ফলে গুণগত রাবার সিট প্রস্তুত করা সম্ভব হচ্ছে৷ ফলে বিগত দিনে হ্রাস পাওয়া রাবারের মূল্য বর্তমানে সঠিক ব্যাবস্থাপনার ফলে বেড়েছে৷ উন্নতি হয়েছে রাবার বিক্রয়ের বাজার৷

২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকগণও৷ মুখ্যমন্ত্রী বলেন, টি এস আর সহ বিভিন্ন দপ্তরের নিয়োগের প্রক্রিয়া চলছে৷ বর্তমান সরকার জনগণের দ্বারা জনগণের সরকার৷ তাই সমস্ত অংশের নাগরিকদের সর্বাঙ্গিন উন্নয়নে সরকার দায়বদ্ধ৷ শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল সহ প্রায় সমস্ত ক্ষেত্রে উন্নয়নে সফলতা এসেছে৷ জনজাতি এলাকার ছাত্রছাত্রীদের জন্য ১৮ টি একলব্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ বর্তমানে সি বি এস ই পরিচালিত ও ইংরেজী মাধ্যম সরকারি বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা৷


প্রধানমন্ত্রী সঠিক ব্যাবস্থপনার ফলে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিনামূল্যে কোভিড টিকা যেমন মিলেছে তেমনি হয়েছে চালের ব্যাবস্থাও৷ কোভিড অতিমারির মধ্যে কেন্দ্রীয় ও রাজ্যসরকারের বিভিন্ন সহায়তার ফলে একজনকেও অনাহারে থাকতে হয়নি৷ দেশ ব্যাপী টিকাকরণ কর্মসূচিতে আরও গতি আনতে রাজ্যে ইতিমধ্যে ১৮ ঊর্ধ বয়সীদের ৯৩ শতাশং টিকাকরণ সম্পূর্ণ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *