BRAKING NEWS

ত্রিপুরার ঘটনার প্রতিবাদে সোমবার সংসদ ভবন চত্বরে ধর্না তৃণমূলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) :  ত্রিপুরার আক্রমণের ঘটনার প্রতিবাদে আগামীকাল সংসদ ভবন চত্বরে ধর্না কর্মসূচি ঘোষণা করল তৃণমূল । রবিবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিজেদের নয়া কর্মসূচির কথা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেবে তৃণমূল ।


রাজ্যে থেকে জাতীয় স্তরের রাজনৈতিক দলের তকমা পেতে মরিয়া তৃণমূল । তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় জমি শক্ত করতে  তৎপর তৃণমূল । মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। শনিবার দুপুরে সেখানে তাঁদের উপর হামলা চলে বলে অভিযোগ ওঠে । বহামলার প্রতিবাদে খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন দেবাংশু, জয়া, সুদীপরা। রবিবার ভোরে মোট ১৪ জনকে মহামারী আইনে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ।  

দলের তরুণ তুর্কীদের উপর নেমে আসা আঘাতের প্রতিবাদে ত্রিপুরা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। খোয়াই থানায় তৃণমূলের এই প্রতিনিধি দলটির সঙ্গে পুলিশের বচসা হয়। আইনি যুক্তি, প্রতিযুক্তিতে সরগরম হয়ে ওঠে থানার অন্দরে।ধৃতদের মুক্তির দাবিতে থানার ভিতরে বসে আছেন তাঁরা ।ফলে রবিবারও উত্তপ্ত ত্রিপুরা । এই অবস্থায় রাজধানী দিল্লিতে ধর্না কর্মসূচির ঘোষণা করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতাদের উপর হামলার প্রতিবাদ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা দেবেন। সংসদে এ নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিসও আনবেন তৃণমূল সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *