Allegations of financial scams : কংগ্রেসের আনা আর্থিক ঘোটালার অভিযোগ খারিজ করে স্পষ্টিকরণ দিলেন বিধায়ক ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ আগস্ট৷৷ বিজেপি বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাসের বিরুদ্ধে ৫৮ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এনে ঊনকোটি জেলার কৈলাশহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা৷ শ্রী সিনহা অভিযোগ করেছেন চা বাগানের শ্রমিকদের টাকা তছরূপ করা হয়েছে৷


এদিকে, বিধায়ক ভগবান দাস জানিয়েছে, সম্প্রতি কৈলাসহরের একটি কো-অপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত চারটি চা বাগানের শ্রমিকরা তাঁর সাথে দেখা করতে এসেছিল৷ প্রায় দেড়শ শ্রমিকের সাক্ষর সম্বলিত একটি দাবীপত্র তার কাছে জমা দিয়ে গিয়েছেন৷ তাতে উল্লেখ করা হয়েছিল যে শ্রমিকরা চা পাতা তুললে প্রতি সপ্তাহে তাদেরকে মজুরী দেয়া হত৷ কিন্তু, কিছুদিন যাবৎ তাদের মজুরী দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে বিধায়ক এডিএম এর সাথে যোগাযোগ করে জানতে পারেন শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছে৷


তিনি লিখিতভাবে এডিএম-কে বলেন ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে যাতে শ্রমিকদের সমস্যার সমাধান করেন৷ ঘটনাটি করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার সময়কালে৷ শ্রমিকরা হুশিয়ারী দিয়েছিল যদি তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে তারা অবরোধ আন্দোলনে নামবে৷ তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিধায়ক ভগবান দাস তৎপর হয়ে উঠেন৷ এডিএম-কে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন৷ এরই মধ্যে সান সাইন গ্রুপ নামক একটি সংস্থা ওই একাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে নিয়েছেন বলে জানান বিধায়ক৷ ভগবান দাসের অভিযোগ শ্রমিকরা জারিজুরি করেছে এবং প্রকৃত তথ্য গোপন রেখেছে বলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে৷ তবে তিনি আর্থি ঘোটালার সাথে যুক্ত নয় বলে দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *