BRAKING NEWS

Demand for greater Tipraland : গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে জনমত গঠনের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে জনমত গঠনের কাজ দ্রুত গতিতে শুরু করার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ধলাই জেলার আমবাসা টাউন হলে আয়োজিত সমাবেশে উপজাতি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিপরা মথা ,ওয়াই টি এফ‌ এবং ওয়াই ডব্লিউ এফ ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, ইএম অনিমেষ দেববর্মা, বিশ্বকেতু দেববর্মা সহ এক ঝাঁক নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নির্বাচনে জয়লাভের পর দলীয় সমর্থকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে গ্রেটার তিপরা ল্যান্ড সম্পর্কে সমর্কদের জানানোর জন্যই এই সভা । তিনি আরো জানান, কোন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যেই কোনো সমঝোতায় যাবেন না।

উনাদের লক্ষ্য হচ্ছে আলাদা। উনি বলেন তিপরা ল্যান্ড মুভমেন্ট আগামী দিন আরো শক্তিশালী হবে। উপজাতি জনগণকে তিপরা ল্যান্ড গঠনের তাগিদে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা।


ধলাই জেলার আমবাসা টাউন হলে আয়োজিত সমাবেশে ব্যাপক অংশের উপজাতি জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়। উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত উপজাতি জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *