BRAKING NEWS

শান্তি ফিরছেই না সংসদে, বারোটা অবধি মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে! পেগাসাস, কৃষি বিল-সহ অন্যান্য ইস্যুতে মঙ্গলবারও উত্তাল হল সংসদের উভয়কক্ষ। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পেগাসাস-সহ নানা ইস্যুতে রাজ্যসভা ও লোকসভায় সরব হন কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দলের বিরোধী সাংসদরা। তুমুল হইচইয়ের কারণে দুপুর বারোটা পর্যন্ত রাজ্যসভা ও লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভায় এদিন ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন বিরোধীরা।

গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সেই দিন থেকেই পেগাসাস-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। ফলে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে সংসদের উভয়কক্ষে, বারবার মুলতুবি করতে হচ্ছে সংসদের উভয়কক্ষের অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *