BRAKING NEWS

Escaped from police custody : বিলোনিয়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে আসামি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে আসামি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়,বিলোনিয়া থানার পুলিশ হেফাজত থেকে প্রকাশ্যে দিনের বেলায় মেডিকেল করানোর জন্য হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে পালিয়ে যায় এক কুখ্যাত চোর। স্থানীয় সূত্রে জানা গেছে,বিলোনিয়া শহরের ঢিলছোড়া দূরত্বে আমজাদনগর এবং ঝরঝরিয়া এলাকা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় সরকারি সোলার লাইটের ব্যাটারি চুরির দায়ে তিন কুখ্যাত চোরকে আটক করে বিলোনিয়ার থানার পুলিশ ।

রবিবার সকালে সরকারি নিয়মবিধি মেনে অভিযুক্তদের করোনা পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হীরা চান মিয়াকে করোণা পরীক্ষা করানোর সময় ইব্রাহিম মিয়া সুযোগ বুঝে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।যদিও আসামিকে ধরতে- দৌড় ঝাঁপ শুরু করেছে পুলিশ প্রশাসন । উল্লেখ্য ,অভিযুক্ত দুই জন হীরা চাঁন মিয়া ও ইব্রাহিম মিয়াকে হাসপাতালে আনার সময় কোন পুলিশ অফিসার ছাড়া-শুধুমাত্র তিন জন পুলিশ কনস্টেবল ও দুই জন টিএসআর কর্মীই সাথে ছিল ‌। যদিও পালানোর খবর পাওয়া মাত্র বিলোনিয়া থানা থেকে অভিযুক্ত ইব্রাহিমের খোঁজে বিশাল পুলিশ বাহিনী তল্লাশিতে নেমেছে। মেডিকেল করানোর সময় যে পুলিশ এবং টিএসআর কর্মীরা চোরদের নিয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। পুলিশ ও টিএসআর কর্মীদের কর্মীদের এক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ লেখার সময় পর্যন্ত পালিয়ে যাওয়া আসামিকে জালে তুলতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *