BRAKING NEWS

New rules will be implemented : ত্রিপুরায় গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে ও তদারকিতে নতুন নিয়ম লাগু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। গ্রামীণ ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত ফ্ল্যাগশীপ কর্মসূচি রূপায়ণের সময়মত তদারকি ও গুণমান সুনিশ্চিত করতে গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত কাজের তদারকি করবেন সংশ্লিষ্ট রাজ্য, জেলা কিংবা ব্লকস্তুরীয় আধিকারিকগণ।


ত্রিপুরার গ্রামোন্নয়ন দফতর জানিয়েছে, প্রতি মাসের প্রথম দিন অথবা সেদিন ছুটি থাকলে পরবর্তী কাজের দিন এই তদারকি করা হবে। ২ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকর হবে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের আটজন রাজ্যস্তরীয় আধিকারিককে আটটি জেলায় এই কাজ চালাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনীয়ার, এগজেকিউটিভ ইঞ্জিনীয়ার, বিডিও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনীয়ারগণ এমজিএন আর ই জি এস, পি এম এ ওয়াই (জি) টি আর এল এম, এস পি এম আর এম ইত্যাদি প্রকল্পের কাজ তদারকি করবেন। মূলত, স্বচ্ছ ও পারদর্শিতা আনার লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *