BRAKING NEWS

আন্তর্জাতিক ব্যাঘ্রদিবসে বন্যজীবী প্রেমীদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি্.স.) : আন্তর্জাতিক ব্যাঘ্রদিবসে বন্যজীবী প্রেমীদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার তিনি টুইটে লেখেন, “বন্যজীবী প্রেমীদের, বিশেষত যারা বাঘ সংরক্ষণের প্রতি অনুরাগী তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বব্যাপী বাঘের ৭০% এরও বেশি আমাদের দেশে। আমরা আমাদের বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণ এবং বাঘ-বান্ধব পরিবেশ ব্যবস্থার লালন-পালনের প্রতিশ্রুতি পুনরুক্ত করি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই তারিখে পালন করা হয়। ২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র বিষয়ক সম্মেলনে এই দিবসের সূচনা হয়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। প্রতি বছর বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়। বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এই দিবসের মহত্ব এখানে বেশি ধরা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *