BRAKING NEWS

Prime Minister warned : মন কি বাত অনুষ্ঠানে জাতীয়তাবাদের বার্তার সঙ্গেই করোনা নিয়ে সচেতন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : রবিবার ‘মন কি বাত’-র ৭৯তম পর্বের রেডিও অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়তাবাদের বার্তার সঙ্গেই করোনা নিয়ে সচেতন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অনুষ্ঠানের শুরুতেই তিনি টোকিও অলিম্পিকে ভারতীয় দলকে উৎসাহ দেওয়ার জন্য দেশবাসীকে আর্জি জানান। তাঁর মতে, টোকিও অলিম্পিকে যে ভারতীয় খেলোয়াড়রা অংশ নিচ্ছেন তাঁদের উৎসাহ দেওয়া একান্তই প্রয়োজন। আগামীকাল সোমবার কার্গিল দিবস। সেই উপলক্ষে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, কার্গিলের যুদ্ধ ভারতীয় সেনাদের শৌর্য ও সংযমের এক এমন প্রতীক যাকে গোটা বিশ্ব দেখেছে। কার্গিলের বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিনি সকলকে কার্গিলের রোমাঞ্চকর ইতিহাস পড়তে অনুরোধ করেন।

গত দেড় বছর ধরেই ‘মন কি বাত’-এ স্বাভাবিক ভাবে নিয়মিত করোনা পরিস্থিতি নিয়েও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। নানা বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি অতিমারী প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তিনি বলেন, ‘‘উৎসবের সময়ও আমাদের খেয়াল রাখতে হবে করোনা ভাইরাস এখনও আমাদের মধ্যে থেকে বিদায় নেয়নি। তাই সব সময় কোভিড বিধি মেনে চলাটা একান্তই জরুরি।’’


‘মন কি বাত’-এ সবচেয়ে বেশি সাড়া দিয়েছে দেশের যুব সম্প্রদায়। এমনটাই দাবি করলেন প্রধা‌নমন্ত্রী। তিনি বলেন, এই অনুষ্ঠানের জন্য যে সব বার্তা ও পরামর্শ আসে, তার ৭৫ শতাংশই ৩৫ অনূর্ধ্ব ছেলেমেয়েরাই পাঠান। এবিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতের যুবশক্তিই ‘মন কি বাত’-কে দিশা দেখাচ্ছে। একে আমি খুব ভালো একটা সংকেত হিসেবেই গ্রহণ করছি।’’

তিনি আরও বলেন, ‘‘আপনাদের কাছ থেকে পাওয়া পরামর্শই ‘মন কি বাত’-এর সবথেকে বড় শক্তি। আপনাদের সকলের পরামর্শ থেকেই ভারতের বিবিধ বৈচিত্রের সন্ধান মেলে।’’ সকলের আইডিয়া নিয়ে আলোচনা করা সম্ভব না হলেও অনেক পরামর্শই উপযুক্ত স্থানে তিনি পাঠিয়ে দেন বলে জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *