BRAKING NEWS

Government formally recognizes : ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শনিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে। সংগঠন সামাজিক দায়বদ্ধতা কথা মাথায় রেখে আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর বলেও তারা জানিয়েছেন।

শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান বিগত সরকারের আমলে অত্যন্ত অমানবিক ও অনৈতিকভাবে টেট শিক্ষকদের অনিয়মিতভাবে নিযুক্ত করা হয়েছিল। এ বিষয়ে তাঁরা তীব্র আপত্তি জানিয়েছিলেন। বিগত বিধানসভা নির্বাচনের প্রার্থী তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী তা স্বীকার করেছিলেন। সরকার পরিবর্তনের পর সাড়ে তিন বছর কেটে গেলেও শিক্ষকদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবি গুলি এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। তাতে শিক্ষকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা আশা ব্যক্ত করেছেন বর্তমান সরকার সহানুভূতির দৃষ্টিভঙ্গিতেটেট শিক্ষকদের নিয়মিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।অবিলম্বে টেট শিক্ষকদের নিয়মিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *