BRAKING NEWS

CM meets five Union Ministers : পাঁচ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রাজ্যের একগুচ্ছ প্রকল্প মঞ্জুরের দাবী জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের পর প্রথমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লীতে গেলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে সাক্ষাৎ করেছেন৷ সেই সাথে মন্ত্রিসের সামনে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় রেখেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার নয়াদিল্লীতে পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন৷ মন্ত্রিদের মধ্যে রয়েছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মন্ডভিয়া, বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনওয়াল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সাক্ষাৎ করে রাজ্যের আর্থিক স্থিতি উল্লেখ করেছেন৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জিএসটির ক্ষতিপূরণের বকেয়া টাকা দেওয়ার দাবী করেছেন৷ সেই সাথে জিএসটি আইনে রাবারকে জিএসটির অন্তর্ভুক্ত করার দাবী করেছেন৷ আলোচনা করেছেন ওপেন মার্কেট বরোয়িং নিয়েও৷ তাছাড়া পঞ্চদশ অর্থকমিশনের কাছে রাজ্য সরকারের তরফ থেকে যেসমস্ত প্রকল্প প্রস্তাব করা হয়েছিল সেগুলি নিয়েও আলোচনা হয়েছে৷ এর মধ্যে রয়েছে, চম্পকনগর এবং ছামপিয়াছড়া বাঁধ, জেলা হেডকোয়ার্টারের উন্নয়নের ২০০ কোটি টাকার প্রকল্প, ত্রিপুরা সুন্দরী মন্দির এবং নিরমহলের জন্য ১৭৫ কোটি টাকার প্রকল্প, রাজ্য ভিত্তির অফিসের জন্য সেন্ট্রাল বিল্ডিং নির্মাণের ১০০ কোটি টাকা৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মন্ডভিয়ার সাথে সাক্ষাৎকালে রাজ্যে এইমস, কমিউনিকেবল ডিজিস সেন্টার, ক্যান্সার ইনস্টিটিউট, নেশন্যাল এম্বুলেন্স সার্ভিস, ই-কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনা করেন৷ সেই সাথে অতিরিক্ত তহবিল দেওয়ার দাবী জানানো হয়েছে ইমারজেন্সি কোভিড রেসপন্স প্ল্যান প্রকল্পে৷ মুখ্যমন্ত্রী এদিন বন্দর ও জাহাজ এবং জলপথ মন্ত্রকের মন্ত্রী সর্বনন্দ সনওয়ালের সাথে সাক্ষাৎকালে রাজ্যের জলপথ ব্যবহারের ক্ষেত্রে যেসমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছেন৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা গুরুত্ব পেয়েছে সমগ্র শিক্ষা অভিযান, মিড ডে মিল এবং কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়গুলি৷ গ্রোমোন্নয়ন মন্ত্রীর সাথে আলোচনায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *