নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ জুলাই।। মনপাথর দশমী রিয়াং পাড়ায় পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সত্যরাম রিয়াং এর বাসভবনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী।রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়ায় পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সত্যরাম রিয়াং এর বাসভবনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
তিনি সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রনালয়ের দায়িত্ব রয়েছেন বলে জানাযায়। তিনি সত্যরাম রিয়াং এর বাসভবনে এসে উনার সঙ্গে ও উনার পরিবারের লোকজনের সঙ্গে কথাবর্তা বলেন। তিনি জানান প্রধানমন্ত্রী উনাকে পাঠিয়েছেন সত্যমার রিয়াং এর খোঁজ খবর নিওয়ারজন্য। কেন্দ্রীয় মন্ত্রী কিছুক্ষন সময় সত্যরাম রিয়াং ও উনার পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটানোর পর সত্যরাম রিয়াং এর পরিবারের লোকজনদের সহযোগিতার হাত বাড়ীয়ে দেবার পতিশ্রুতি দেন।
সত্যরাম রিয়াং এর সঙ্গে কথা বলাশেষ করে তিনি আগরতলার উদ্দ্যোশ্যে রোওনা দেন। আজকের এই সফর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে কিছুই প্রকাশককরেননি। কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে সত্যরাম রিয়াং এর পরিবারের লোকজনের খোবই আনন্দিত।